বাগেরহাটে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

বাগেরহাটে বিদেশি পিস্তলসহ মো. নয়ন কাজী (৪০) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার মুক্ষাইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মো. নয়ন কাজী মুক্ষাইট এলাকার মো. আব্দুল মজিদ কাজীর ছেলে। তার বিরুদ্ধে বিস্ফোরক, চুরি ও অস্ত্র মামলাসহ নয়টি মামলা রয়েছে।

jagonews24

জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক (এসআই) এস এম আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার নামে অস্ত্র আইনে মামলা দেওয়া হবে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।