হাত-পা বেঁধে আওয়ামী লীগ নেতার বাসায় ডাকাতি
নড়াইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাসানুজ্জামানের বাসায় ডাকাতির অভিযোগ উঠেছে। স্ত্রীসহ তার হাত-পা বেঁধে বন্দুক-পিস্তল ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন জিনিস লুটে নেয় তারা।
সোমবার (২০ ফেব্রুয়ারি) ভোরে নড়াইল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মাছিমদিয়া গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।
আওয়ামী লীগ নেতা হাসানুজ্জামান বলেন, ভোরে পৌনে ৪টার দিকে ৮-১০ জনের ডাকাত দল আমার বাসায় ঢুকে। আমার ও আমার স্ত্রীর হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা, ডলার, বিদেশি ঘড়ি, বন্দুক, পিস্তল ও গুলি নিয়ে যায় তারা। এতে আমার আনুমানিক ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ডাকাতরা মুখোস ও মাস্ক পরা ছিল।

হাসানুজ্জামানের ভাই জেলা যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান বলেন, ‘আমার বাসা ভাইয়ের পাশেই। খবর পেয়ে গাড়ি ডাকাত দলকে ধাওয়া করি। কিন্তু তাদের পাওয়া যায়নি।’
তিনি আরও বলেন, ‘দু-তিন আগে ঠিকাদারি ব্যবসায়ী জাহাঙ্গির কবিরের বাসায়ও ডাকাত দল গিয়েছিল। তবে তিনি টের পেয়ে ফাঁকা ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়।’

এ বিষয়ে জাহাঙ্গির কবির বলেন, নড়াইলে দিনে ও রাতে প্রায়ই ডাকাতি হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না। সত্য কথা বললে প্রশাসনের বিরুদ্ধে চলে যাবে। নিজেদেরই সাবধান হতে হবে। এছাড়া কোনো উপায় নাই।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. কামরুজ্জামান জাগো নিউজকে বলেন, খবর পেয়ে আমি ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশা করছি অচিরেই ডাকাতদের আইনের আওতায় আনতে পারবো।
হাফিজুল নিলু/এসজে/জিকেএস