পতাকা বৈঠক
৩ দিন পর যুবকের মরদেহ ফেরত দিচ্ছে বিএসএফ

দিনাজপুরের হিলি সীমান্তে নিহত সাহাবুল হোসেন বাবুর মরদেহ তিন দিন পর ফেরত দিচ্ছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে হিলি সীমান্তের কামালগেট এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বিএসএফের পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন হিলি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুব হোসেন ও বিএসএফের পক্ষে ছিলেন ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার বিসি জোসি।
আরও পড়ুন: হিলিতে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
জয়পুরহাট ২০-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেল সাড়ে ৪টায় সাহাবুল হোসেন নামে বাংলাদেশি ওই যুবকের মরদেহ ফেরত দেবে বলে বিএসএফ আমাদের জানিয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পথ ভুলে সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে পড়েন সাহাবুল হোসেন বাবু। এ সময় বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মো. মাহাবুর রহমান/এসজে/জিকেএস