নোয়াখালীতে ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৭:৫১ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৩

নোয়াখালীর সুবর্ণচরে চেম্বার খুলে ব্যবস্থাপত্র দেওয়ায় রাখাল দেবনাথ নামের এক ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে হারিচ চৌধুরী বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক কাওছার মিয়া।

তিনি বলেন, দেবনাথ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। সেখানে বসে অবৈধভাবে ব্যবস্থাপত্র দিচ্ছিলেন রাখাল দেবনাথ। এ অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় জেলা ড্রাগ প্রশাসনের সহকারী পরিচালক শেখ আহসান উল্লাহ, স্যানিটারি ইন্সপেক্টর শওকত আলীসহ চরজব্বার থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।