বাঙালিকে শিকড়ে ফিরতে হবে: খাদ্যমন্ত্রী

শপথ নিয়ে বাঙালি জাতিকে শিকড়ে ফিরে যেতে হবে। তাহলেই স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করা যাবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
ওমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে নওগাঁয় পৌর শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি সালাম, বরকত, রফিক বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধিকার আন্দোলন এবং স্বাধীনতা আন্দোলনের বীজ বপন হয়েছিল। সে ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের সাধারণ নির্বাচন, ৭ মার্চের ভাষণ এবং সর্বশেষ মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৬ ডিসেম্বর বিজয় অর্জন হয়েছিল। তাই সব অপশক্তিকে দমন করে দেশকে সমৃদ্ধশালী গড়ে তুলতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা।
আব্বাস আলী/এসজে/এএসএম