পুকুরে মিললো ২০০ বছরের সীমানা পিলার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি (হিলি) দিনাজপুর
প্রকাশিত: ০৭:০১ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৩

দিনাজপুরের বিরামপুরে পুকুরে মাছ ধরার সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়কার (১৮১৮ সালের) একটি সীমানা পিলার উদ্ধার করা হয়েছে। একই দিনে উপজেলার একটি বাড়ি থেকে পাথরের শিবলিঙ্গ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) পৌর শহরের ২নং ওয়ার্ডের জোলাগাড়ী লুৎফর রহমানের পুকুর থেকে সীমানা পিলার উদ্ধার করা হয়। একই দিনে দোসরা পলাশবাড়ি এলাকার শ্যাম বর্মনের বাড়ি থেকে শিবলিঙ্গ উদ্ধার করা হয়।

বিরামপুর থানার উপ-পরিদর্শক তুহিন নন্দি বলেন, মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে জোলাগাড়ী এলাকার লুৎফর রহমানের পুকুরে বেশকিছু জেলে মাছ ধরতে নামেন। এসময় জালের মধ্যে সীমানা পিলার আটকা পড়ে। জাল ওপরে ওঠানোর পর সীমানা পিলার দেখে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে সেটি থানায় নিয়ে আসে।

এদিকে, একই সময় উপজেলার পলাশবাড়ি এলাকায় শ্যাম বর্মনের বাড়ি থেকে পাথরের একটি শিবলিঙ্গ উদ্ধার করা হয়।

এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, স্থানীয়দের দেওয়া খবরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি সীমানা পিলার এবং একটি শিবলিঙ্গ উদ্ধার করা হয়েছে। বর্তমানে সেগুলো থানা হেফাজতে রয়েছে। আইন অনুযায়ী এগুলো প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরে জমা দেওয়া হবে।

মো. মাহাবুর রহমান/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।