বই মেলায় এসেছে আরিফা রহমানের ‘বসন্ত আমায় ধরা দেয়নি’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৭:১৬ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৩

অমর একুশে গ্রন্থ মেলায় এসেছে আরিফা রহমানের চতুর্থ উপন্যাস ‘বসন্ত আমায় ধরা দেয়নি’। এটি প্রকাশ করেছে প্রতিভা প্রকাশ।

বর্তমান প্রযুক্তি নতুন প্রজন্মকে এতটাই আধুনিক করে দিয়েছে যে তারা হয়তো আর কোনোদিন জানতেই পারবে না চিঠি পাওয়ার উচ্ছ্বাস কেমন। জানবে না চিঠি লেখার অভিজ্ঞতা কি? এ উপন্যাসটিতে তেমনিই কিছু চিত্র ফুটে উঠেছে যা এ প্রজন্মকে আন্দোলিত করবে। আর সমকালীন মানুষ ফিরে পাবেন তাদের ফেলে আসা নিকট অতীত।

উপন্যাস প্রসঙ্গে আরিফা রহমান বলেন, ৯৯ ভাগ সত্যি ঘটনা নিয়ে রচিত উপন্যাসটি পড়ে যে কারো মনে কষ্ট জাগতেই পারে।তবে তা নিজ গুণে ক্ষমা করে দিবেন। কাউকে ছোট বা বড় করার জন্য আমার কলম চলেনি। সত্যিকারের অনুভূতিগুলো প্রকাশ করাই ছিল একমাত্র লক্ষ্য। যে কথা বলা হয়নি কখনো হয়তো সে কথা অনেকেই জেনে যাবেন।

‘বসন্ত আমায় ধরা দেয়নি’ বইটি পাওয়া যাচ্ছে প্রতিভা প্রকাশ ল নং ৬০০, ৬০১, ৬০২। এছাড়া অনলাইনে পাওয়া যাচ্ছে রকমারিতে।

ইকবাল হোসেন মজনু/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।