আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে সমাবেশ করেছেন রোহিঙ্গারা।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে সমাবেশ করেন তারা। আগামীতে নিজ দেশে মাতৃভাষা দিবস পালনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন তারা।

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ

সমাবেশে মাতৃভাষা দিবসের আলোচনায় রোহিঙ্গা নেতা মাস্টার ছৈয়দ উল্লাহ বলেন, বাংলা ভাষার জন্য ১৯৫২ সালে শহীদ হন ছাত্র-জনতা। বিশ্বের মায়ের ভাষায় কথা বলার অধিকার পেতে আত্মাহুতি দেওয়ার ঘটনা বিরল। তাই ১৯৯৯ সালে জাতিসংঘ ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। তখন থেকে সারাবিশ্বে দিবসটি পালন হয়ে আসছে। রোহিঙ্গাদের ভাষাও বাংলা। আজকের এ দিনে আমরাও দিবসটি পালন করেছি। বাংলা ভাষী জাতি হিসেবে আগামী বছর থেকে আমাদের নিজ দেশ মিয়ানমারে গিয়ে এ দিবসটি যেন পালন করতে পারি সেই প্রার্থনা করেছি সবাই।

তিনি আরও বলেন, প্রথমে আমাদের দরকার নিজ দেশে ফিরে যাওয়া। বাংলাদেশে ভাষার অধিকার আদায়ের মতো আমাদের প্রত্যাবাসনের জন্যও একতাবদ্ধ হয়ে সোচ্চার হতে হবে। এক হয়ে আওয়াজ দিয়ে আন্তর্জাতিকভাবে তাক লাগাতে পারলে নিজ দেশে ফিরে যাওয়ার পথ অনেকটা খুলে যেতে পারে। নিজ দেশে গিয়ে নিজেরা স্বাধীনভাবে সব দিবস পালন করতে পারবো।

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ

সামনে ডাক দেওয়া হবে, তখন নির্যাতিত সব রোহিঙ্গাদের একসঙ্গে অধিকার আদায়ে সামিল হতে অনুরোধ করেন তিনি।

সমাবেশে ইংরেজি ভাষায় ২১ ফেব্রুয়ারি সম্পর্কে উপস্থিত রোহিঙ্গাদের সামনে বক্তব্য দেন মাস্টার আলম ও মাস্টার মুসা। তারা দিনটির প্রতি শ্রদ্ধা জানিয়ে রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করে নিজ দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে বিশ্ববাসীর প্রতি দাবি জানান। সমাবেশ শেষে মোনাজাত পরিচালনা করেন রোহিঙ্গা নেতা আব্দুর রহিম।

এর আগেও বিশ্ব শরণার্থী দিবস, ২৫ আগস্ট তাদের প্রতি নির্যাতন দিবসসহ নানা উপলক্ষে লাখো রোহিঙ্গা সমবেত হয়ে দাবি তুলে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেন। তবে, এবারই প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন নিয়ে এক হয়েছেন তারা।

সায়ীদ আলমগীর/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।