দিয়াশলাইয়ের কাঠি ঠুকতেই পুরো ঘরে আগুন, দগ্ধ ৪

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকার বারেক মেম্বারের বাড়ির ভাড়াটিয়া বাবুল কন্ট্রাক্টরের বাসায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন সজিব (২৭), রুবেল (৩০), মামুন (৩২) ও জাকারিয়া (৩৪)। তারা সবাই ওই বাসার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে রান্নাঘরে দিয়াশলাই দিয়ে সিগারেটে আগুন ধরানোর সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘরে থাকা চারজনই দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, রান্নাঘরের গ্যাসলাইনের লিকেজ থেকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন দগ্ধ হলেও তারা কেউই গুরুতর আহত নন।

রাশেদুল ইসলাম রাজু/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।