মা-মেয়েকে পিলারে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:১০ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৩

নোয়াখালীর হাতিয়ায় সম্পত্তির বিরোধে দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৬) ও তার মাকে (৩৫) পিলারে বেঁধে নির্যাতন করা হয়েছে। এ-সংক্রান্ত একটি ভিডিও টিকটকে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় বুধবার (২২ ফেব্রুয়ারি) থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেছেন ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা।

স্কুলছাত্রীর বাবার অভিযোগ, গত ৯ ফেব্রুয়ারি উপজেলার ৯ নম্বর বুড়িরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রেহানিয়া গ্রামে সম্পত্তির বিরোধে প্রতিপক্ষরা তার স্ত্রী ও স্কুলপড়ুয়া মেয়েকে চুরির অপবাদে রশি দিয়ে পিলারে বেঁধে নির্যাতন করেন। বুধবার ওই ঘটনার একটি ভিডিও জিল্লুর রহমান তার টিকটক আইডিতে ছেড়ে দেন। পরে এ ঘটনায় থানায় মামলা ও ইউএনওর কাছে লিখিত অভিযোগ করা হয়।

এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সার খসরু বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।