এম আব্দুর রহিম মেডিকেল কলেজে মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:৩১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৩

দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

এসময় ইকবালুর রহিম বলেন, স্বাধীনতা আমাদের গর্ব। এ গর্বকে জ্ঞানে পরিণত করার প্রয়াসে মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের উজ্জীবিত রাখতে হবে। মহান মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর নীতি-আদর্শ ও দেশপ্রেমের চেতনা সংরক্ষণসহ নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধ কর্নার অগ্রণী ভূমিকা পালন করবে।

jagonews24

আরও পড়ুন: ১০৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ কর্নার 

তিনি বলেন, সবাইকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর এ দেশের উন্নয়ন ও অগ্রগতিকে থামাতে চেয়েছিল পাকিস্তানের দোসররা। কিন্তু বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, তারা সেটি বুজতে পারেনি।

এ সময় এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোমেনুল হক, হাসপাতালেরর ভারপ্রাপ্ত পরিচালক ডা. নবীউর রহমান, কলেজের উপাধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এমদাদুল হক মিলন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।