প্রেস কাউন্সিল চেয়ারম্যান

আইসিটি মামলায় সাংবাদিক গ্রেফতার বন্ধে আইন পাস প্রয়োজন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩
কর্মশালায় বক্তব্য দিচ্ছেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মো. নিজামুল হক নাসিম

প্রশাসনিক আদেশেও সাংবাদিকদের ওপর বন্ধ হচ্ছে না ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ। তাই এ মামলায় সাংবাদিক গ্রেফতার বন্ধে সংসদে আইন পাস প্রয়োজন বলে জানিয়েছেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক বিচারপতি নিজামুল হক নাসিম।

তিনি বলেন, সাংবাদিকতার একটি সঠিক মান থাকবে। তাদের জন্য সব দরজা খোলা। সত্য কথা লিখে সমাজের উপকার করতে হবে। তবে এমনও সত্য সংবাদ আছে যা প্রকাশে দাঙ্গা-অস্থিরতা সৃষ্টি হয়, তা বর্জন করতে হবে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘সাংবাদিকতার নীতি ও নৈতিকতা এবং প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

নিজামুল হক বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ শুধু সাংবাদিকদের জন্য করা হয়নি। ডিজিটাল যুগকে নিয়ন্ত্রণের জন্য করা হয়েছে। সাংবাদিকদের পরিচিতি বেশি তাই অ্যাকশনটা তাদের ওপরই বেশি হয়। এ আইনে কোনো সাংবাদিককে গ্রেফতার করা হবে না, এমন একটি প্রশাসনিক আদেশ সব দপ্তরে দেওয়া আছে। তবে আইন আকারে পাস করা হয়নি। আইন পাস করতে হবে জাতীয় সংসদে। তাহলেই কোনো সাংবাদিক ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানি হবেন না।’

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. রুহুল আমীনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন- প্রেস কাউন্সিলের সচিব মাসুদ খান, সদস্য এম জি কিবরিয়া চৌধুরী, ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল হক। সেমিনারে জেলায় কর্মরত ৫০ জন সাংবাদিক অংশ নেন। পরে তাদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

আতিকুর রহমান/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।