হিলিতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো স্কুলছাত্রের

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি (হিলি) দিনাজপুর
প্রকাশিত: ০২:৪০ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

দিনাজপুরের হিলিতে ট্রেনে কাটা পড়ে মো. ওয়াজেদ ইসলাম ওয়াদুদ (১৪) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হাকিমপুর উপজেলার সাতকুড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওয়াজেদ ইসলাম সাতকুড়ি রায়ভাগ এলাকার রশিদুল ইসলামের ছেলে। সে গোহাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

স্থানীয় পান দোকানদার আমেদ আলী বলেন, সকাল থেকে ছেলেটিকে এখানে ঘোরাঘুরি করতে দেখেছি। ট্রেন আসার আগে সে লাইনের ওপর বসে মোবাইল টিপছিল। লোকজন তাকে অনেক নিষেধও করেছে।

নিহতের বাবা রশিদুল ইসলাম জানান, সকালে কিছু না খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিল ওয়াদুদ। আজ স্কুলেও যায়নি। কী কারণে তার মন খারাপ ছিল জানি না। বেলা ১১টার দিকে খবর পাই সে ট্রেনে কাটা পড়েছে।

হিলি রেলস্টেশন মাস্টার তপন চক্রবর্তী বলেন, সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা নীলফামারীগামী তিতুমীর এক্সপ্রেস বেলা ১১টার দিকে হিলি রেলস্টেশন অতিক্রম করে। এর কয়েক মিনিট পর খবর পাই, স্টেশনের অদূরে সাতকুড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে এক কিশোর মারা গেছে।

মো. মাহাবুর রহমান/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।