পুলিশের ভুয়া নিয়োগপত্রে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩
প্রতারণার অভিযোগ গ্রেফতার হন মাজিদুল ইসলাম

পুলিশ কনস্টেবলের ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নওগাঁর ধামইরহাট থেকে মাজিদুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় র‍্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, ২০২১ সালে পুলিশ কনস্টেবল পদে চাকরির জন্য এক প্রার্থীর কাছ থেকে সাড়ে ৭ লাখ টাকা নিয়ে জাল নিয়োগপত্র দেয় প্রতারক চক্র। কনস্টেবল পদে যোগ দিতে যাওয়ার সময় ওই প্রার্থী ভুয়া নিয়োগপত্রের কথা জানতে পারেন। পরে তিনি র‌্যাব-৫ এ অভিযোগ করেন।

অভিযোগের পেযে অভিযান চালায় র‌্যাব। ধামইরহাট থানার ফতেপুর বাজার থেকে মাজিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে কয়েকটি জাল নিয়োগপত্র ও অন্য নথি পাওয়া যায়। তার বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা হয়েছে।

মাজিদুল ইসলাম প্রতারক চক্রের মূলহোতা। তিনি নিজেকে বাংলাদেশ আনসারের ভুয়া সার্কেল অ্যাডজুট্যান্ট হিসেবে পরিচয় দিতেন। চক্রটি ২০১৯ সাল থেকে মিথ্যা আশ্বাস দিয়ে জাল নিয়োগপত্রের মাধ্যমে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতো।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।