গাছে উঠে ডাল কাটার সময় বিদ্যুস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
ফাইল ছবি
ভোলায় বাড়ির পাশে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. আবু তাহের সরদার (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত মো. আবু তাহের সরদার ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সরকার বাড়ির মো. কাজল সরদারের ছেলে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে আবু তাহের তার বাড়ির পাশে নারিকেল গাছে উঠে ডাল কাটছিলেন। ওই সময় গাছের পাশে বিদ্যুতের লাইনের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার পরিবারের সদস্য ও স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জুয়েল সাহা বিকাশ/এফএ/জিকেএস