লালমনিরহাটে খালাস পাওয়া দুই আসামি নিখোঁজ, থানায় অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৯:০১ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

লালমনিরহাটে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে গ্রেফতার হওয়ার পর আদালতের রায়ে খালাস পাওয়া দুজনের খোঁজ মিলছে না। এমন অভিযোগ তুলে পরিবার থেকে লালমনিরহাট সদর থানায় দুটি লিখিত অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেছে তাদের পরিবার।

নিখোঁজ দুই ব্যক্তি হলেন মেহেদী ওরফে মেহেদী হাসান ও জামাল উদ্দিন।

এরআগে বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে জামাল উদ্দিনের বড় ভাই আবুল কালাম আজাদ ও মেহেদী ওরফে মেহেদী হাসানের বাবা লতিফ থানায় নিখোঁজের অভিযোগ করেন।

লালমনিরহাটে খালাস পাওয়া দুই আসামি নিখোঁজ, থানায় অভিযোগ

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, রোববার (১৯ ফেব্রুয়ারি) লালমনিরহাট কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান মেহেদী হাসান ও জামাল উদ্দিন। ছাড়া পেয়ে জেল গেট থেকে বের হওয়ার পর গেটের পূর্বে মসজিদের পাশে দাঁড়িয়ে থাকা কালো গ্লাস সম্বলিত একটি সাদা মাইক্রোবাসে মাস্ক পরিহিত ৮-৯ জন জোর করে দুজনকে ধরে গাড়িতে উঠিয়ে নিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত দুই যুবকের পরিবারের লোকজন বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। বিষয়টি জেলা কারাগার কর্তৃপক্ষকে জানানো হয়। তবে বিষয়টি তাদের জানা নেই বলে জানান।

নিখোঁজ জামাল উদ্দিনের বড় ভাই আবুল কালাম আজাদ বলেন, ‘আমি আমার ভাগনে ও মেহেদী হাসানের বাবা জেল গেটের পাশেই দাঁড়িয়ে ছিলাম। আমরা ভাইকে দেখলাম জেল থেকে বের হলো। কিছুক্ষণ পরে দেখি আমার ভাই ও মেহেদীকে একটি সাদা-কালো গ্লাসওয়ালা মাইক্রোবাসে জোর করে উঠিয়ে নিচ্ছে কয়েকজন। তারপর থেকে আর তাদের খুঁজে পাচ্ছি না। আমি আমার নির্দোষ ভাইকে ফেরত চাই।’

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জাগো নিউজকে বলেন, গতরাতে দুটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

রবিউল হাসান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।