কক্সবাজারের জাপা নেতা মোহিবুল্লাহ মারা গেছেন
জাতীয় পার্টির (জাপা-এরশাদ) নেতা এবং কক্সবাজার ডক্টর চেম্বার ও সিআইসিসহ একাধিক বেসরকারি হাসপাতালের পরিচালক মোহাম্মদ মুহিবুল্লাহ (৬৫) মারা গেছেন।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে ঢাকার শেরে বাংলা নগরের নিউরো সায়েন্সেস হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ছোট ভাই নছর উল্লাহ বলেন, ভাই ব্রেইন স্ট্রোক করে কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়। নিউরো সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।
মোহাম্মদ মোহিবুল্লাহ মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার বাবা মওদুদ আহমদ ছিলেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন কক্সবাজার জেলায় স্বাধীনতাযুদ্ধের সর্বদলীয় কমিটির কোষাধ্যক্ষ। ব্যক্তি জীবনে মুহিবুল্লাহ তিন সন্তানের জনক।
মোহিবুল্লাহর ভাতিজা এমরান ফারুক অনিক জানান, আছরের নামাজের পর কক্সবাজারের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বড় মহেশখালীর নতুন বাজারের মাঠে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মোহাম্মদ মোহিবুল্লাহ প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। ছাত্রজীবনে তিনি জাসদ সমর্থিত ছাত্রলীগের কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে ওই সংগঠনের কেন্দ্রীয় নেতা নির্বাচিত হন।
ছাত্র রাজনীতি শেষ করে তিনি আ স ম আবদুর রবের হাত ধরে জাসদের রাজনীতিতে সম্পৃক্ত হন। পরবর্তী সময়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এ দলের কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক হন। জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসন থেকে প্রতিদ্ধন্দ্বিতাও করেন তিনি।
সায়ীদ আলমগীর/এসআর/জেআইএম