মুন্সিগঞ্জে সুপারস্টার ফ্যান কারখানায় অগ্নিকাণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

মুন্সিগঞ্জের গজারিয়ায় সুপারস্টার গ্রুপের বাল্ব ও ফ্যান তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ ঘটনা ঘটে।

এসময় গজারিয়া ও সোনারগাঁও ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল তিনটায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহত না হলেও পুড়ে গেছে মূল্যবান মালামাল।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, কোম্পানিটিতে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে। তবে আসন্ন গ্রীষ্মকাল কেন্দ্র করে মালামালের চাহিদা বেড়ে যাওয়ায় শনিবারও কারখানায় উৎপাদন চলছিল।

এদিকে দুপুর দুইটার দিকে ফ্যান ও লাইট তৈরির দুই ইউনিটের মাঝখানে খালি জায়গায় বাঁশ ও ত্রিপল দিয়ে বানানো অস্থায়ী শেডে আগুন দেখতে পান শ্রমিকরা। মূল গোডাউনে মালামাল সংকুলান না হলে অস্থায়ী শেডে মালামাল রাখা হতো। অগ্নিকাণ্ডের খবরে গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অগ্নিনির্বাপণের কাজে যোগ দেয়। পরে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটও আসে। এক ঘণ্টা চেষ্টার পর বিকেল তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কয়েকজন সামান্য আহত হয়েছেন।

গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অগ্নিনির্বাপণে0 কাজ শুরু করি। প্রথমে দুটি ইউনিট ছিল পরে পাশের উপজেলা থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়।

তিনি আরও বলেন, বিকেল তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। এছাড়া কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা তদন্ত করে বলা যাবে। ফ্যানসহ কিছু যন্ত্রাংশ ও মালামাল পুড়ে গেছে।

তবে এ বিষয়ে কথা বলতে চাইলে প্রতিষ্ঠানটির কোনো কর্মকর্তা রাজি হননি।

আরাফাত রায়হান সাকিব/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।