মুক্তিযোদ্ধা সম্মানী ৫০ হাজার টাকা করার কথা বললেন কাদের সিদ্দিকী

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ৫০ হাজার টাকা করার দাবি জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী (বীর উত্তম)।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের লতিফপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি একথা বলেছেন।

কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর মুক্তিযোদ্ধা পরিচয় পেলেই তাকে জেলে যেতে হতো। নির্যাতন করা হতো। এখনো অনেক ক্ষেত্রে মুক্তিযোদ্ধারা নির্যাতিত।

তিনি বলেন, আমি প্রথম সংসদে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা এবং মুক্তিযোদ্ধাদের সম্মানী দাবি করেছিলাম। তখন অনেকেই আমার ওপর রাগ করেছিলেন। কিন্তু আজ মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ২০ হাজার টাকা করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের এই সম্মানী ৫০ হাজার টাকা হওয়া উচিত।

কাদের সিদ্দিকী আরও বলেন, বাংলাদেশে বাস করে যারা এখনো বলেন, পাকিস্তান আমলই ভালো ছিল, তাদের পাকিস্তান চলে যাওয়া উচিত। তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই।

মির্জাপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা, কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন কাদের সিদ্দিকী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, মির্জাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরমান হোসেন তালুকদার তাপস প্রমুখ বক্তব্য দেন।

এস এম এরশাদ/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।