আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত: আমীর খসরু
আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা বিএনপির পদযাত্রায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, ‘বাঁধ যখন ভেঙে যায় তখন তা তৈরি করার সুযোগ থাকে না। বাংলাদেশের মানুষের বাঁধ ভেঙে গেছে। এই বাঁধ রোধ করার শক্তি কারও নেই। আওয়ামী পুলিশেরও নেই, আওয়ামী সন্ত্রাসীদেরও নেই, সমস্ত দেশে আজ গণজোয়ার সৃষ্টি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়ে গেছে। পরাজিত হয়েছে বলেই পুলিশের সাহায্য নিতে হচ্ছে। সন্ত্রাসীদের সাহায্য নিতে হচ্ছে। পরাজিত হয়েছে বলেই আজ গুম-খুন-হত্যা মিথ্যা মামলার আশ্রয় নিতে হচ্ছে। তা না হলে একটি রাজনৈতিক দল কেন আমাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করছে না।’
জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাইদ প্রমুখ বক্তব্য দেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জ শহরের মডেল হাইস্কুল প্রাঙ্গণ থেকে জেলা বিএনপি পদযাত্রা শুরু করে। শেষ হয় বান্দুটিয়া বাজারে গিয়ে।
বি এম খোরশেদ/এমআরআর/এমএস