দুবলার চরে ধরা পড়া দুই ভোল সাড়ে ১৮ লাখে বিক্রি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৯:২৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
বিশাল আকৃতির দুই ভোল মাছ প্যাকেটজাত করে চট্টগ্রামে পাঠানো হয়

সুন্দরবনের দুবলার চরে জেলে ফারুকের জালে ধরা পড়েছে সাড়ে ৬৩ কেজির দুটি ভোল মাছ। সাড়ে ১৮ লাখ টাকায় মাছ দুটি কিনেছেন মোংলার ব্যবসায়ী আল-আমিন।

ভালো দামে বিক্রির জন্য প্রক্রিয়াজাতের পর শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোল মাছ দুটি চট্টগ্রামে পাঠিয়েছেন ওই ব্যবসায়ী।

mon-(3).jpg

এ মাছের বিভিন্ন অংশ ঔষধি কাজে ব্যবহৃত হয়ে বলেও দাম অনেক বেশি বলে জানান স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা। তারা জানান, বিগত ১০ বছরেও এতো বড় মাছ ওঠেনি মোংলার বাজারে। প্রায় বিলুপ্তির পথে এ ভোল প্রজাতির মাছ। তবে মাঝে মধ্যে দুবলার চরের দু-এক জেলের জালে ধরা পড়ে।

মোংলার মাছ বাজারের আড়তদার মেসার্স জয়মনি ফিশের মালিক আল-আমিন বলেন, বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব সুন্দরবনের দুবলার চরে জেলে ফারুক হোসেনের জালে বৃহস্পতিবার রাতে ধরা বড় দুটি ভোল মাছ ধরা পড়ে। এর মধ্যে বড়টির ওজন সাড়ে ৩৬ কেজি আর ছোটটির ওজন ২৭ কেজি। মাছ দুটি শুক্রবার সকালে দুবলার চরের আড়তে নিলামে বিক্রির জন্য ওঠানো হয়। এ সময় ২৫ ব্যবসায়ী অংশ নেন।

mon-(3).jpg

আল-আমিন আরও বলেন, নিলাম ডাকে সর্বোচ্চ দামে মাছ দুটি আমি কিনে নিই। বড়টি ১১ লাখ ও ছোটটি সাড়ে ৭ লাখ টাকা দাম পড়েছে। এরপর মাছ দুটি চর থেকে আমার মোংলার আড়তে নিয়ে আসি। বরফ ও পলিথিনে মুড়িয়ে শনিবার বিকেলে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

আবু হোসাইন সুমন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।