মোটরসাইকেলের জন্যই কলেজছাত্রকে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৮:২৪ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৩
নিহত কলেজছাত্র দ্বীপ্ত সাহা

নড়াইল সদর উপজেলায় দ্বীপ্ত সাহা (২২) নামে এক কলেজছাত্রকে হত্যার পর মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। ছিনতাই হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টায় জেলা পুলিশ সুপার (এসপি) মোসা. সাদিরা খাতুন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, দ্বীপ্ত সাহা উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের হোগলা ডাঙ্গা গ্রামের দ্বীনো সাহার ছেলে। তিনি নড়াইল সিটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

শুক্রবার বিকেলে হোগলা ডাঙ্গা এলাকায় নামযজ্ঞের মেলা দেখতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন দ্বীপ্ত। রাতেও তিনি বাড়ি ফেরেননি। শনিবার বেলা ১১টার দিকে দীপ্তর বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে উত্তম নামের এক ব্যক্তির মাছের ঘেরে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ হাত-পা বাঁধা অবস্থায় দ্বীপ্তর মরদেহ উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দোলন মিয়ার নেতৃত্বে হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে নামে। তথ্য-প্রযুক্তির সহায়তায় পুলিশ তিনজনকে আটক করে। পাশাপাশি ছিনতাই হওয়া মোটরসাইকেলও উদ্ধার করা হয়

জেলা পুলিশ সুপার (এসপি) মোসা. সাদিরা খাতুন জাগো নিউজকে বলেন, কলেজছাত্রের নির্মম
হত্যাকাণ্ডের পর আমাদের প্রথম কাজ ছিল হত্যার কারণ শনাক্ত করা। আটকরা প্রাথমিক
জিজ্ঞাসাবাদে মোটরসাইকেলের জন্য এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। তদন্তের স্বার্থে তাদের তাদের নাম প্রকাশ করছি না। দ্রুত বিস্তারিত জানাবো।

হাফিজুল নিলু/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।