কক্সবাজার আইনজীবী সমিতির সভাপতি সিরাজ, সম্পাদক তারেক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

কক্সবাজার জেলা আইনজীবী সমিতি নির্বাচনে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সভাপতি ও অ্যাডভোকেট মোহাম্মদ তারেক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুহাম্মদ বাকের ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

নির্বাচনে অ্যাডভোকেট কাসেম আলী সিনিয়র সহ-সভাপতি, অ্যাডভোকেট নাজিম উদ্দিন সহ-সভাপতি, অ্যাডভোকেট মাহবুবুল আলম টিপু সহ-সাধারণ (হিসাব), অ্যাডভোকেট নুরুল ইসলাম সায়েম সহ-সাধারণ সম্পাদক (সাধারণ), অ্যাডভোকেট মোহাম্মদ শাহিন পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়াও অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ, অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার,
অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, অ্যাডভোকেট কফিল উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট শওকত ওসমান, অ্যাডভোকেট এম এম ইমরুল শরীফ ও মীর কায়েস উদ্দিন সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ৮৫৪ জনের মধ্যে ৭৮৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন ভোটকেন্দ্রে ৭১৮ জন ও চকরিয়া উপজেলা চৌকি আইনজীবী সমিতি ভোটকেন্দ্রে ৬৮ জন ভোট দিয়েছেন।

সায়ীদ আলমগীর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।