অকটেনের সঙ্গে পানি মিশিয়ে বিক্রি, ফিলিং স্টেশনকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৮:১৭ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

শরীয়তপুরের মনোহর বাজারে অকটেনের সঙ্গে পানি মিশিয়ে বিক্রি করায় একটি ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সৈয়দ হাজী আব্দুল জলিল ফিলিং স্টেশনকে এ জরিমানা করেন। সেইসঙ্গে ভবিষ্যতে যেন অকটেনের সঙ্গে পানি মিশিয়ে বিক্রি করতে না পারে সেজন্য অকটেন রাখার ট্যাংকটি বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, অভিযোগ ছিল সৈয়দ হাজী আব্দুল জলিল ফিলিং স্টেশনে অকটেনের সঙ্গে পানি মিশিয়ে বিক্রি করা হচ্ছে। পরে অভিযান চালিয়ে অকটেন পরীক্ষার পর তেলে পানি মেশানোর প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ফিলিং স্টেশন মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী, বিএসটিআইয়ের প্রতিনিধি ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।