ক্রেতা সেজে গাঁজা ব্যবসায়ীকে ধরলো পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৮:৫০ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

বরগুনার তালতলীতে ক্রেতা সেজে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু।

গ্রেফতার ব্যক্তির নাম মহসিন ফকির। তিনি উপজেলার ছোটবগী ইউনিয়নের উত্তর চরপাড়া গ্রামের মৃত শাহজাহান ফকিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ক্রেতা সেজে মহসিন ফকিরের কাছে যান তালতলী থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু জাফর। তারা মহসিন ফকিরের কাছ থেকে গাঁজা কিনতে চান। সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গাঁজা নিয়ে ঠংপাড়া এলাকায় আসেন মহসিন। এসময় এককেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে পুলিশ।

তালতলী থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, মহসিন ফকির দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় গাঁজা বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।