ভোলায় হোটেল থেকে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৬:১০ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
হোটেল থেকে ভারতীয় নাগরিক মনোজ কুমারের মরদেহ উদ্ধার করা হয়েছে

ভোলায় একটি আবাসিক হোটেল থেকে মনোজ কুমার (৩৫) নামে এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রবি কুমার, ভুসন রাম, কিসান রায়, জেই লাল, নরেশ কুমার নামে পাঁচ ভারতীয় নাগরিক এবং হোটেল স্টাফ বিপ্লব দে’কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ভোলা পৌর শহরের সদর রোডের আবাসিক হোটেল জাহানের ২০৬ নম্বর কক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

তার সঙ্গে আসা ৫ ভারতীয় নাগরিক, তারা ভারতের রাজস্থানের নাগরিক। ১৭ ফেব্রুয়ারি দুজন ও ১৮ ফেব্রুয়ারি চারজন ভোলার এসে আবাসিক হোটেল জাহানে রুম নেন। পরে তারা ভোলা সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আর্ট বিষয়ে প্রশিক্ষণ ও আর্টের বই বিক্রি করেন।

সোমবার রাতে ২০৬ নম্বর কক্ষে মনোজ কুমারসহ তার বন্ধু ভূসন ও জেই লাল ঘুমাতে যান। রাতে মনোজের প্রচণ্ড পেটে ব্যথা ওঠে। কিছুটা কমলে তারা ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে মনোজের কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল স্টাফদের ডাকলে তারা পুলিশকে খবর দেন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ওই ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছি। প্রাথমিক পর্যায়ে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এছাড়া তার সঙ্গে আসা পাঁচ ভারতীয় নাগরিক ও হোটেলের একজন স্টাফকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তবে এটি স্বাভাবিক মৃত্যু কি-না এখনও নিশ্চিত নই।

জুয়েল সাহা বিকাশ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।