কাদের মির্জার ছবি দিয়ে মেলা, অশ্লীলতার দায়ে বন্ধ করলো প্রশাসন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ছবি দিয়ে আয়োজিত ‘মুক্তিযোদ্ধা মেলা’ বন্ধ করে দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মদ-জুয়া ও অশ্লীলতার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবা উল আলম ভুঁইয়া মেলাটি বন্ধ করে দেন।

jagonews24

বিষয়টি নিশ্চিত করে তিনি জাগো নিউজকে বলেন, মেলায় মদ-জুয়াসহ অশ্লীল কার্যক্রম চলছে বলে মঙ্গলবার সকালে আইনশৃঙ্খলা সভায় অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধারা। পরে দুপুরে অভিযান চালিয়ে মেলাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা বাজারে স্বাধীনতার ইতিহাস তুলে ধরার কথা বলে ১২ দিনের মুক্তিযোদ্ধা মেলার অনুমোদন নেন স্থানীয় ওয়ার্ড সদস্য (মেম্বার) মো. সমীর।

jagonews24

মেলায় আবদুল কাদের মির্জা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলের ছবি টাঙিয়ে গত কয়েক দিন নগ্ন নৃত্য, মদ-জুয়ার আসর বসানো হচ্ছিল বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে প্রতিবাদ করে আসছিলেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।

jagonews24

জানতে চাইলে মেলার আয়োজক সমীর মেম্বার বলেন, আমরা মেলার শৃঙ্খলা রক্ষায় আপ্রাণ চেষ্টা করেছি। তবে মেলাটি বন্ধ করে দেওয়ায় ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

jagonews24

মেলা বন্ধের অভিযানে সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।