কুড়িগ্রামে পাঁচ দিনব্যাপী বইমেলা শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ০১ মার্চ ২০২৩

কুড়িগ্রামে পঞ্চমবারের মতো শুরু হয়েছে পণ্ডিত বই মেলা। বুধবার (১ মার্চ) দুপুরে পাঁচ দিনব্যাপী মেলার উদ্বোধন করেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ।

চিলমারী উপজেলা চেয়ারম্যান রোকুনুজ্জামান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিক সফি খান, উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতি শিউলী প্রমুখ উপস্থিত ছিলেন।

মেলায় আসা শিক্ষার্থী মোছা. ইসমত আরা বলেন, চিলমারীর মত প্রত্যন্ত উপজেলায় পণ্ডিত বই মেলাটি শুধু মিলনমেলা না। এটি গত চার বছর ধরে সংস্কৃতিতে পরিণত হয়েছে। বন্ধুরা মিলে পছন্দমত বই কিনলাম।

মো. ইয়াকুব আলী নামের আরেকজন বলেন, অনেক স্বনামধন্য লেখকের বই পড়েছি। কখনো তাদের সরাসরি দেখার সৌভাগ্য হয়নি। পণ্ডিত বইমেলা হওয়ায় প্রতি বছরে কোনো না কোনো স্বনামধন্য কবি-সাহিত্যিক ও গবেষকরা এখানে আসেন। চিলমারীতে বসে চট্টগ্রামের বাতিঘর প্রকাশনীর স্টল দেখেছি। আনিসুল হক, আনু মোহাম্মদ স্যারের মত গুণীজনের সাক্ষাৎ পেয়েছি। যা আমাদের বই পড়ার ইচ্ছেকে আরও অনুপ্রাণিত করেছে।

jagonews24

আরও পড়ুন: শুরু হলো রাওয়ার অষ্টম বইমেলা 

পণ্ডিত বই মেলা আহবায়ক নাহিদ হাসান নলেজ বলেন, পণ্ডিত বই মেলা ৫ম বছরে পদার্পণ করলো। প্রতিবারের মতো এবারও থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচদিন ব্যাপী বই মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলাকে ঘিরে সংস্কৃতি অনুষ্ঠান, লেখক-পাঠক মুখোমুখি প্রশ্নোত্তর, স্কুল-কলেজ ও মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, প্রত্যেকের আলাদা আলাদা ব্যক্তি স্বার্থ রয়েছে। কিন্তু সেই ব্যক্তি স্বার্থ দেশের জন্য, সবার জন্য ছড়িয়ে দিতে পারলে দেশের মঙ্গল হবে। একজন সঠিক শিক্ষায় শিক্ষিত মানুষ তার ব্যক্তি স্বার্থ জনস্বার্থে বিলিয়ে দিতে পারে। চিলমারীর পঞ্চম পণ্ডিত বইমেলা সেই সঠিক শিক্ষার দ্বার উন্মোচনে কাজ করছে।

ফজলুল ফরায়েজী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।