ট্রলারে ডাকাতি

নিখোঁজের ১২ দিন পর দুই জেলের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ০২ মার্চ ২০২৩
ফাইল ছবি

বঙ্গোপসাগরে ট্রলারের ডাকাতির ঘটনায় নিখোঁজের ১২ দিন পরে দুই জেলের মরদেহ উদ্ধার হয়েছে। মরদেহ উদ্ধার হওয়া জেলেরা হলেন, তালতলা উপজেলার চামোপাড়া গ্রামের কাইয়ুম মাঝি (৩৮) ও বরগুনা সদর উপজেলার ঢলুয়া এলাকার আবুল কালাম (৫৫)।

খোঁজ নিয়ে জানা যায়, গত মাসের ১৭ তারিখ মাছ শিকারে যাওয়ার সময় বঙ্গোপসাগরের বয়া এলাকায় ডাকাতির কবলে পড়ে বরগুনার ট্রলার ‘এফবি ভাই ভাই’। তখন ওই ট্রলারে থাকা ৯ জেলে ডাকাতের হামলা থেকে বাঁচার জন্য সাগরে ঝাঁপ দেন। পরে ২০ ফেব্রুয়ারি সাগরে মাছ শিকারে যাওয়া অন্য একটি ট্রলারের জেলেরা চারজনকে জীবিত উদ্ধার করেন। তার মধ্য চিকিৎসাধীন এক জেলের মৃত্যু হয়।

এরপর থেকে পাঁচ জেলে নিখোঁজ ছিলেন। যার মধ্যে বুধবার বিকেল পাঁচটার দিকে দুই জেলের মরদেহ উদ্ধার করে বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির উদ্ধার অভিযান পরিচালনাকারী একটি ট্রলার। এখনো নিখোঁজ রয়েছেন তিন জেলে। তারা হলেন, খায়রুল ইসলাম (৪০), আব্দুল আলীম (৫৫) ও ফরিদ মিয়া (৩৮)।

বুধবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

তিনি বলেন, ঘটনার পর থেকে মালিক সমিতির একটি ট্রলার উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। ওই ট্রলারের লোকজন বুধবার দুই জেলের মরদেহ উদ্ধার করেছে। উদ্ধার অভিযান চলমান আছে।

এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।