দুই ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ০২ মার্চ ২০২৩

ঝালকাঠিতে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান।

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে বাদ আসর এ জানাজা অনুষ্ঠিত হয়।

ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের মোকছেদ আলীর (৬৫) মেজ ছেলে। বার্ধক্যজনিত কারণে বুধবার (১ মার্চ) বিকেলে তিনি মারা যান।

মামলা ও সংগঠন সূত্রে জানা যায়, শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচি অনুযায়ী জেলা বিএনপির কার্যালয়ের সামনে জমায়েত হন নেতাকর্মীরা। মিছিল শেষে পদযাত্রা শুরু করলে পুলিশ তাতে বাধা দেয়। এতে নেতাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সেখান থেকে সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তী সময়ে পুলিশের করা মামলায় তাকে ৮ নম্বর আসামি উল্লেখ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এরই মধ্যে সিদ্দিকুর রহমানের বাবার মৃত্যু হলে পরিবারের সদস্যরা তার প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। আদালত তাকে বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন।

দুই ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা

ঝালকাঠি সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মুবিনুল ইসলাম বলেন, ‘শত কষ্টের মধ্যে এটাই সান্ত্বনা যে সিদ্দিকুর রহমান অন্তত তার বাবার জানাজায় অংশ নিতে পেরেছেন। আমরা প্যারোলে মুক্তি না, সব নির্দোষ নেতাকর্মীদের বেকসুর খালাস ও মামলা প্রত্যাহার চাই।’

জেলা ছাত্রদলের সভাপতি আরিফুৃর রহমান খান বলেন, ‘এ ঘটনায় আমরা খুবই মর্মাহত। সিদ্দিক যে মামলার আসামি আমিও সে মামলার আসামি থাকায় জামিন নিতে ঢাকায় আছি। তাই তার বাবার জানাজায় অংশ নিতে পারিনি। তবে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি সদস্য তার পাশে আছেন।’

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, মানবিক কারণে জেলা ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন। পুলিশ পাহারায় বাবার জানাজায় অংশ নিতে তাকে সুযোগ দেওয়া হয়েছে।

জানাজায় জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু, সদর উপজেলার সাবেক সভাপতি এলিন সরদার, সাবেক যুগ্ম-আহ্বায়ক এনামুল হক সাজু, মুশফিকুর রহমান বাবু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খালিদ বিন জেকি, যুগ্ম-সাধারণ সম্পাদক কেশব সরকার সুমন, সৈয়দ আলী হাসানসহ স্থানীয়রা অংশ নেন।

আতিকুর রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।