ট্রাকে কাঁচামালবাহী পিকআপের ধাক্কা, দুই ব্যবসায়ী নিহত

ময়মনসিংহের ভালুকায় ট্রাকের পেছনে কাঁচামালবাহী পিকআপের ধাক্কায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (৩ মার্চ) সকালে ঢাকা-ময়মনসিংহ সড়কের ভরাডোবা শিল্পপুলিশ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার ফুলপুর উপজেলার বেরুয়া গ্রামের সোহরাব আলীর ছেলে আব্দুস সাত্তার (৩০) ও নেত্রকোনার মদন উপজেলার চাঁনগাও গ্রামের মৃত আলাল উদ্দিন ছেলে সাজ্জাদ হোসেন (২৮)।
ভরাডোবা হাইওয়ে পুলিশের ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, কাঁচামালবাহী পিকআপটি ঢাকা থেকে ময়মনসিংহের দিকে আসছিল। পথে ভরাডোবার শিল্পপুলিশ কার্যালয়ের সামনে পৌঁছালে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকাআপটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে দুই ব্যবসায়ী নিহত হন। পরে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মঞ্জুরুল ইসলাম/আরএইচ/জিকেএস