ক্যাম্পে গুলিতে আরও এক রোহিঙ্গা নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৭:২২ পিএম, ০৩ মার্চ ২০২৩

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে আরও এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। তাকে বাড়ি থেকে তুলে নিয়ে প্রথমে পিটিয়ে ও পরে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের।

শুক্রবার (৩ মার্চ) বিকেলে উখিয়ার ক্যাম্প-১৯ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারুক আহমদ।

নিহত রোহিঙ্গা যুবকের নাম রফিক (৩৫)। তিনি ক্যাম্প-১৯ ব্লক-এ/৯ এর দিল মোহাম্মদের ছেলে।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সহায়তা চায় বাংলাদেশ

নিহতের পরিবারের বরাত দিয়ে এএসপি ফারুক আহমদ জানান, মুখে কালো কাপড় বাধা ১০-১৫ জনের সশস্ত্র সন্ত্রাসীরা শুক্রবার দুপুর দেড়টার দিকে ক্যাম্প-১৯ এলাকার রোহিঙ্গা রফিককে তার নিজ ব্লক থেকে তুলে নিয়ে যায়। প্রথমে তাকে পিটিয়ে আহত করা হয়। পরে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।

এএসপি ফারুক আরও জানান, মরদেহ উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করার চেষ্টা চলছে বলে উল্লেখ করেন তিনি।

নিহত যুবকের পরিবারের ধারণা, মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা তাকে তুলে নিয়ে হত্যা করেছেন। তবে, এ হত্যাকাণ্ডের কারণ বলতে পারেননি তারা।

আরও পড়ুন: শিক্ষাজীবন শেষ না করেই এনজিওর চাকরিতে ঝুঁকছেন শিক্ষার্থীরা

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, বিকেল ৫টার দিকে রোহিঙ্গা ক্যাম্প থেকে রফিক নামের ওই যুবকের মরদেহ হস্তান্তর করা হয়েছে। সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্প্রতি ক্যাম্পে একাধিক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ইমামসহ একাধিক নিহত ও শিশুরা গুলিবিদ্ধ হয়েছে।

সায়ীদ আলমগীর/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।