চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের বাস উল্টে আহত ৫০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ০৪ মার্চ ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের বাস উল্টে অন্তত ৫০ শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার (৪ মার্চ) সকালে সদর উপজেলার আমনুরা-নাচোল সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত শিক্ষার্থীরা জানান, শিবগঞ্জ উপজেলার দাদনচক এলাকার জিনিয়াস কোচিং সেন্টার থেকে ৭৫ জন শিক্ষার্থী নিয়ে বাসযোগে দিনাজপুরের স্বপ্নপল্লি যাচ্ছিল। এ সময় আমনুরা এলাকায় পৌঁছলে বাসটির সামনের চাকা ফেটে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে চালকসহ অন্তত ৫০ শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের বাস উল্টে আহত ৫০

আরও পড়ুন: মেহেরপুরে পিকনিকের বাস উল্টে আহত ৩০

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহফুজ রায়হান জানান, এক সঙ্গে বিপুল সংখ্যক আহত শিক্ষার্থী আসায় চিকিৎসা দিতে হিমসিম খেতে হচ্ছে। সব চিকিৎসক ও স্টাফরা এক সঙ্গে কাজ করছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, শিক্ষার্থী বহনকারী বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

সোহান মাহমুদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।