খালে ভেসে উঠলো কম্বল প্যাঁচানো মরদেহ, সঙ্গে একমণ বাটখারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ০৪ মার্চ ২০২৩

মুন্সিগঞ্জের শ্রীনগরে ত্রিপল ও কম্বল দিয়ে প্যাঁচানো অবস্থায় অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার আলমপুর দক্ষিণ সোনারগাঁও ইছামতির শাখা নদীতে তিন খালের মোড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের বয়স ৪০-৪৫ বছর হতে পারে। নিহতের পরিচয় উদঘাটনে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার কিছুটা আগে উপজেলার আলমপুর দক্ষিণ সোনারগাঁও ইছামতির শাখা নদীতে তিন খালের মোড় থেকে ত্রিপল ও কম্বল প্যাঁচানো অবস্থায় পানিতে মরদেহটি ভাসছিল। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে খবর দিলে পুলিশ সেটি উদ্ধার করে। এ সময় মরদেহটির সঙ্গে একাধিক ইট ও অন্তত ৩০-৪০ কেজি ওজনের বাটখারা পাওয়া যায়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে হত্যার পর কেউ মরদেহটি নদীতে ভাসিয়ে দিয়েছে। মরদেহটি যাতে পানিতে ভেসে উঠতে না পারে সেজন্য ইট-বাটখারা বেঁধে দেওয়া হয়ে থাকতে পারে।

আরাফাত রায়হান সাকিব/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।