দুদকের মামলায় ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ০৫ মার্চ ২০২৩

নোয়াখালীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ওমর ফারুক নামে ফেনীর এক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে আট লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

রোববার (৫ মার্চ) দুপুরে বিশেষ জজ আদালতের বিচারক এএনএম মোর্শেদ খান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ওমর ফারুক ফেনী জেলার দাগনভুঞা উপজেলার আজিজ ফাজিলপুর গ্রামের জমাদার বাড়ির সিরাজ উল্যাহর ছেলে।

দুদকের কৌঁসুলি অ্যাডভোকেট মো. আবুল কাশেম রায়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, সোনালী ব্যাংক ফেনীর মহিপাল শাখা থেকে তৎকালীন ব্যবস্থাপক আবুল কাশেমের যোগসাজশে ব্যবসায়ী ওমর ফারুক তার মালিকানাধীন নিউ দেশ টেলিকম অ্যান্ড কম্পিউটারের নামে ভুয়া কাগজপত্র জমা দিয়ে ২০১১ সালের ১০ অক্টোবর চারলাখ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন।

এ ঘটনায় ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর ফেনী থানায় মামলা (নম্বর-২২) দায়ের করা হয়। পরে ২০২২ সালের ১ নম্বর বিশেষ মামলাটি তদন্ত করে দুদক। তদন্তের সময় ব্যাংকের ব্যবস্থাপক আবুল কাশেম মারা গেলে আসামি ওমর ফারুকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক মো. তালেবুর রহমান।

অ্যাডভোকেট আবুল কাশেম আরও জানান, রায় ঘোষণার সময় আসামি ওমর ফারুক পলাতক ছিলেন। গ্রেফতারের সময় থেকে যুগপৎভাবে সাজা কার্যকর হবে।

ইকবাল হোসেন মজনু/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।