বেপরোয়া গতির ট্রাক্টর কেড়ে নিলো শিশুর প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ০৬ মার্চ ২০২৩

নোয়াখালীর সুবর্ণচরে বেপরোয়া গতির ট্রাক্টরের ধাক্কায় ইসমত আরা আলেয়া (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে চরওয়াপদা ইউনিয়নের আল আমিন বাজারের মন্তাজ আলী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলেয়া চরওয়াপদা ইউনিয়নের চরকাজী মোখলেস গ্রামের নিরব হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শিশু আলেয়া বাড়ির পাশের দোকান থেকে বাড়ি ফেরার পথে ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে যান।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহ উদ্ধার ও ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।