উখিয়া ক্যাম্পে গুলিতে ফের রোহিঙ্গা নেতা খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:০০ পিএম, ০৮ মার্চ ২০২৩

কক্সবাজারের উখিয়া কুতুপালং ২ নম্বর ক্যাম্পে ফের গুলিতে রোহিঙ্গা নেতা খুন হয়েছেন। বুধবার (৮ মার্চ) সকাল ৭টার দিকে ওই ক্যাম্পের ডব্লিউ ব্লকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা নেতা সৈয়দ হোসেন ওরফে কালা বদা (৩৭) ২ নম্বর ক্যাম্পের হেড মাঝি (নেতা) ছিলেন।

নিহতের পরিবারের সদস্যদের বরাতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, সকালে নিহতের বাড়িতে একদল মুখোশধারী হামলা চালায়। এসময় সৈয়দ হোসনকে বাড়িতে পেয়ে তাকে গুলি করে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সদস্যরা। এছাড়া ওই বসতবাড়িতেও তাণ্ডব চালায় তারা। গুলিবিদ্ধ সৈয়দ হোসেনকে ক্যাম্পের এনজিও পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এখনও খোলাসা করে কিছু বলা যাচ্ছে না। ঘটনাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

নাম প্রকাশ না করার শর্তে রোহিঙ্গা নেতারা জানান, হেড মাঝি হিসেবে ক্যাম্পে আরসার বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন সৈয়দ। এ কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা সবার।

মঙ্গলবার ৯ নম্বর ক্যাম্পের মাঝি নুর হাবি ওরফে ওয়াক্কাস রফিককেও গুলি করে হত্যা করা হয়। এর ২৪ ঘণ্টার মাথায় সৈয়দ হোসেনকে হত্যা করা হলো। ক্যাম্পগুলোতে একের পর এক হত্যাকাণ্ডে লোকজন ভীতির মধ্যে রয়েছেন।

ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন উর রশিদ জানান, বুধবার সকালে কুতুপালং ক্যাম্প-২ ইস্টে গুলির ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পুলিশের অভিযান চলছে।

সায়ীদ আলমগীর/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।