মাদক মামলায় সাজা
পালিয়েও শেষ রক্ষা হলো না শহিদের
বরগুনায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছেন র্যাবের সদস্যরা। বুধবার (৮ মার্চ) বিকেলে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তি হলেন- বরগুনার বেতাগী উপজেলার চান্দুখালী এলাকার মৃত আব্দুল জব্বার হাওলাদারের ছেলে শহিদ হাওলাদার (৩০)।
মামলা সূত্রে জানা যায়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহিদ হাওলাদারকে গ্রেফতার করে র্যাব। সন্ধ্যায় তাকে বেতাগী থানায় হস্তান্তর করা হয়।
বেতাগী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, ২০১৮ সালে শহিদকে গাঁজাসহ গ্রেফতার করে বেতাগী থানা পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। আদালত ওই মামলায় ২০২২ সালে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। সাজা এড়াতে শহিদ এতদিন পলাতক ছিলেন।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, আসামি শহিদ হাওলাদারকে থানায় আনা হয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।
এসজে/এএসএম