অবৈধ বালু উত্তোলন ঠেকাতে ভোর ৪টায় হাজির এসিল্যান্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১০:৫১ এএম, ০৯ মার্চ ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদী অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার সাত্তারের ঘাটে এ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন।

এসময় অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনকে তিন মাস ও একজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার উজিরপুর ইউনিয়নের সাইফুলের ছেলে হেলাল আলী (২৪), বাবুপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রবিউল ইসলাম (২৫) ও বালু উত্তোলন সিন্ডিকেটের মূলহোতা একই উপজেলার উজিরপুর ইউনিয়নের মোস্তফার ছেলে আজিজুল (৪৫)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন বলেন, অবৈধভাবে পদ্মা নদীর তীর থেকে অসাধু ব্যবসায়ীরা বালু উত্তোলন করে বিক্রি করেছেন, এমন তথ্যের ভিত্তিতে উপজেলার সাত্তার মোড়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়। ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোহান মাহমুদ/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।