নোয়াখালীতে হাতকড়াসহ দুই আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ০৯ মার্চ ২০২৩

নোয়াখালীর কবিরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের মারধর করে ছিনিয়ে নেওয়া মাদক মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ১০টায় হাতকড়াসহ আসামি মাইনুদ্দিনকে তার বাড়ি পাশের একটি বাগান থেকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে বুধবার রাত ৮টার দিকে আরেক আসামি মো. লিটনকে হাতকড়াসহ গ্রেফতার করে পুলিশ। তারা দুজন নরোত্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফরায়েজী বাজার এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: হাতকড়াসহ দুই মাদক কারবারিকে ছিনিয়ে নিলেন স্বজনরা 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ফরায়েজী বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ আসামি লিটন ও মাইনুদ্দিনকে আটক করে।

এসময় আসামিদের স্বজনসহ সহযোগীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের ওপর আক্রমণ করে হাতকড়াসহ দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যান।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের উদ্ধার করে রাতভর অভিযান চালানো হয়। পরে দুই আসামিকে হাতকড়াসহ পৃথকস্থান থেকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আবদুর রশিদ বাদী হয়ে দুটি মামলা করেছেন। এতে আসামি ছিনিয়ে নেওয়ার মামলায় গ্রেফতার দুজন ছাড়াও তাদের ৯ স্বজনের নামোল্লেখ করে আরও ৪২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।