সিদ্ধিরগঞ্জে ট্রাফিক পুলিশের ওপর হামলায় গ্রেফতার ১

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:০৬ পিএম, ০৯ মার্চ ২০২৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় আল-আমিন (২২) নামের একজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে র‍্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এর আগে বুধবার (৮ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আল-আমিন বরিশালের মেহেন্দিগঞ্জের সেন্টু জমাদারের ছেলে। পেশায় তিনি ভ্যানচালক।

আরও পড়ুন: ট্রাফিক পুলিশের ওপর নারীর হামলা, টিকটকে ভিডিও ভাইরাল-

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ এলাকায় বসবাস করে আসছেন আল-আমিন। রোববার (৫ মার্চ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশের মাদানীনগর এলাকায় উল্টোপথে যান চলাচল বন্ধে কর্তব্যরত ছিলেন কনস্টেবল সুলতান আহমেদ। এসময় নিয়ম না মেনে উল্টোপথে সাইনবোর্ড থেকে চিটাগাংরোডগামী একটি অটোরিকশা আসে। কনস্টেবল সুলতান আহমেদ গতিরোধ করতে বললে অটোরিকশাচালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে নারী যাত্রী নিলুফাসহ রিকশাটি উল্টে যায় এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে যায়।

ওই নারী যাত্রী তার মোবাইলের জরিমানাস্বরূপ কনস্টেবল সুলতানের ব্যবহৃত মোবাইল ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। একপর‍্যায়ে তার ইউনিফর্মের কলার ধরে টানাহেঁচড়া করেন। এ অবস্থায় গ্রেফতার হওয়া আল-আমিনসহ আশপাশের ৫-৬ জন একত্রিত হয়ে কনস্টেবল সুলতান আহমেদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে ভিডিও ফুটেজের সূত্র ধরে আল-আমিনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।

তাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

রাশেদুল ইসলাম রাজু/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।