ভেঙে দেওয়া হলো বনে গড়ে তোলা পাকা স্থাপনা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১১:৩৫ এএম, ১০ মার্চ ২০২৩
ভেঙে দেওয়া হয় অবৈধ গড়ে তোলা পাকা স্থাপনা

কক্সবাজার সদর উপজেলায় অভিযান চালিয়ে বনের জায়গায় নির্মিতব্য একাধিক পাকা স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বন বিভাগ। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর ১টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা বলে, দক্ষিণ মোহুরিপাড়া এলাকায় বনের জায়গায় পাহাড় কেটে দালান নির্মাণের তথ্য আসে। এ খবরে দুপুর ১টার দিকে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে নির্মিত দুটি পাকা দালান ভেঙে ফেলা হয়। মোহুরিপাড়ার অভিযান শেষে একই ধরনের অভিযোগে সমিতিপাড়া এলাকায় বন বিভাগের বাগানের ভেতর নির্মিত স্থাপনা ভেঙে দেওয়া হয়।

jagonews24

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সরোয়ার আলম বলেন, বনের জমির পরিমাণের বিপরীতে লোকবল কম। কিন্তু বনকে অবৈধভাবে ক্ষতবিক্ষত ও ভোগ করার লোকজন বেশি। সব দখলবাজ ও ক্ষমতাবানরা একীভূত হয়ে পাহাড় ও বন ধ্বংস করায় অনেক সময় অনেককিছু বনবিভাগের অগোচরে থাকে। কিন্তু যখনই কোনো পাহাড় কর্তন ও বনে পাকা দালান করার তথ্য আসে তৎক্ষণাৎ অভিযান চালানো হয়।

তিনি আরও বলেন, বন খেকোদের জন্য আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করি। পাহাড়ের আশপাশের সব পেশার লোকজনের সহযোগিতা পেলেই আমরা সফলকাম হবো।


সায়ীদ আলমগীর/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।