সরকারের ব্যর্থতার কারণেই ভবনে বিস্ফোরণ: দুদু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ১১ মার্চ ২০২৩

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বর্তমান সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান, ভবনে যে বিস্ফোরণ হচ্ছে এটি সরকারের ব্যর্থতা বলেই আমরা মনে করছি। কারণ, তারা সঠিকভাবে দেশ চালাতে পারছে না। অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ করতে পারছে না।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে শনিবার (১১ মার্চ) দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি।

দুদু বলেন, সাধারণ কোনো ঘটনায় এমন বিস্ফোরণ হতে পারে না। এজন্য সঠিক কারণ নির্ধারণ না করে উল্টো তারা অতীতের নীতি অনুসরণ করে এই বিস্ফোরণের দোষ বিএনপির ঘাড়ে চাপানোর চেষ্টা করছে।

এর আগে জেলার ছয় উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আসতে থাকেন নেতাকর্মীরা। পরে তারা মানববন্ধন করেন। এসময় জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আব্দুল্লাহ আল মাসুদ/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।