শিবগঞ্জে আখক্ষেত থেকে কঙ্কাল উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ১২ মার্চ ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আখক্ষেত থেকে একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ মার্চ) বিকেলে উপজেলার ধাইনগর ইউনিয়নের চানকার এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

এদিকে আখক্ষেতে উদ্ধার কঙ্কালটি ৮ মাস আগে নিখোঁজ মো. আসাদুল্লাহর (২১) বলে দাবি করছেন তার স্বজনরা। ওই যুবক শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের বিরামপুর গ্রামের মো. লুটুর ছেলে। গত বছরের ২৭ জুন তিনি নিখোঁজ হন।

jagonews24

মো. লুটু আলী বলেন, আট মাস আগে আমার ছেলে নিখোঁজ হয়। পূর্ব শত্রুতার জেরে খেলতে যাওয়ার নাম করে তাকে গুম করে হত্যা করা হয়। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি, আদালতে মামলা করেছি। কিন্তু কোনো খবর পাইনি। গ্রামের লোকজন নিয়ে মাঠে খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাইনি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. রোকনুজ্জামান সরকার বলেন, জরুরি সহায়তা সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেটশন (পিবিআই) তদন্ত করছে।

সোহাম মাহমুদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।