ফেনসিডিলসহ প্রাইভেটকার রেখে পালালেন চালক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ১২ মার্চ ২০২৩
প্রাইভেটকার থেকে জব্দ করা ফেনসিডিল

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ২৯৮ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। রোববার (১২ মার্চ) ভোরে উপজেলার কদমতলী বাজার এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়। গাড়ির চালক পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।

পুলিশ জানায়, ভোরে কদমতলী বাজার একটি প্রাইভেটকারকে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশ। এসময় প্রাইভেটকারটিকে সিগন্যাল দিলে দ্রুতগতিতে শেরপুরের দিকে যেতে থাকে। পুলিশ ধাওয়া করলে পাশের একটি সড়কে প্রাইভেটকারটি রেখে পালিয়ে যান চালক ও আরোহীরা। তল্লাশি চালিয়ে প্রাইভেটকারের পেছনে ২৯৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন, থানায় একটি মাদক মামলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।


ইমরান হাসান রাব্বী/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।