ভারতে ২ বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৮ বাংলাদেশি

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৮ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
রোববার (১২ মার্চ) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থার হাতে তুলে দেয় বেনাপোল পোর্ট থানা পুলিশ।
ফেরত আসারা সাতক্ষীরা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন অঞ্চলের বাসিন্দা। পুলিশ ও এনজিও সংস্থার কর্মীরা জানায়, ফেরত আসা যুবকেরা অভাবী পরিবারের। ভালো কাজের কথা বলে এদের সীমান্ত পথে ভারতে নিয়ে যায় দালালেরা।
পরে তাদের সঙ্গে প্রতারণ করে ভারতে ফেলে পালিয়ে আসে দালাল চক্র। এ সময় অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ু পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। সেখানে তাদের দুই বছরের সাজা দেয় আদালত।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবীব জানান, দুই বছর কারাভোগের পর ভারত থেকে ফেরত আসা ৮ জন বাংলাদেশিকে জাস্টিস অ্যান্ড কেয়ার এনজিও মাধ্যমে বেনাপোল থানায় সোপর্দ করা হয়েছে।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে রাতেই তাদের যশোরের নিজস্ব শেল্টারহোমে রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মো. জামাল হোসেন/এমআরএম