হিলিতে অর্ধেকে নেমেছে কাঁচা মরিচের দাম
সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কাঁচা মরিচের দাম কমে অর্ধেকে নেমেছে। গত সপ্তাহে কাঁচা মরিচ ১৩০ টাকা কেজি বিক্রি হলেও এখন তা ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
মরিচ বিক্রেতা সালাম বলেন, সপ্তাহখানেক আগে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কম ছিল। ওই সময় কাঁচা মরিচ খুচরা বাজারে ১৪০ টাকা কেজি বিক্রি হয়েছিল। এখন সরবরাহ বাড়ায় দাম অর্ধেকে নেমে ৬০-৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
আব্বাস আলী নামে এক ক্রেতা বলেন, কয়দিন আগেই মরিচ ১৬০ টাকা কেজি কিনেছি। এখন অর্ধেক দামে কিনলাম। রমজানেও এমন দাম থাকলে সবার জন্য ভালো হয়।
কাঁচা মরিচ বিক্রেতা মিঠু হোসেন বলেন, কাঁচা পণ্য সকালে বাড়ে বিকেলে কমে। আমরা বেশি দামে কিনলেই বেশি বিক্রি করি, আবার কম দামে কিনলে কম দামেই বিক্রি করি। সরবরাহ বেশি থাকলে দাম কিছুটা কম হয়।
তিনি বলেন, বগুড়া-পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে কাঁচা মরিচের আবাদ বেড়েছে। এ কারণে দাম কমেছে।
মো. মাহাবুর রহমান/এমআরআর/এমএস