উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাণনাশের হুমকির মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ১০:০৩ পিএম, ১৪ মার্চ ২০২৩
তালতলী উপজেলা চেয়ারম্যান রেজবি-উল-কবির জোমাদ্দার

বরগুনার তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রেজবি-উল-কবির জোমাদ্দারের (৪২) বিরুদ্ধে এক ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে মামলা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে বরগুনার দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন তালতলী উপজেলার তালতলীপাড়া এলাকার বাসিন্দা মো. ছগির হোসেন নামে এক ব্যবসায়ী।

পরে শুনানি শেষে আদালতের বিচারক মো. নাহিদ হোসেন মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

মামলায় অন্য অভিযুক্তরা হলেন একই উপজেলার তুলাতলী এলাকার আবুল (৪৫) এবং ইউনুস (৪৫)।

মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে মামলার বাদী মো. ছগির হোসেনের জমিতে এস্কেভেটর দিয়ে মাটি কেটে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি করেন অভিযুক্তরা। এতে বাধা দিলে লোকজন নিয়ে অভিযুক্তরা ছগিরকে এলাকা ছেড়ে চলে যেতে বলেন। অন্যথায় তাকে মেরে পাঙাশ মাছ দিয়ে খাওয়ানোর হুমকি দেন। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা চলে যান।

জানতে চাইলে মামলার বাদী ছগির হোসেন বলেন, অভিযুক্তরা অত্যন্ত প্রভাবশালী হওয়ায় ঘটনার পর থেকেই আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাকে এলাকা ছেড়ে চলে যেতে বারবার চাপ দিচ্ছে। তারা আমাকে হুমকি দিচ্ছে বাড়িঘর এবং জমি দখল করে নেবে। তাই মামলা করার পর এখন তাদের ভয়ে আত্মগোপনে থাকতে হচ্ছে।

তবে অভিযোগের বিষয়ে জানতে তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রেজবি-উল-কবির জোমাদ্দারের মোবাইলফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে মামলার বাদীপক্ষের আইনজীবী খাইরুল ইসলাম বলেন, মামলাটি আদালত আমলে নিয়েছেন। তাই শুনানি শেষে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।