ছাগলনাইয়া পৌরসভা

পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি, যত্রতত্র ময়লার স্তূপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১১:১৫ এএম, ১৫ মার্চ ২০২৩
যেখানে সেখানে পড়ে আছে ময়লা-আবর্জনা

ফেনীর ছাগলনাইয়া পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীকে মারধরের ঘটনায় অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। মঙ্গলবার (১৪ মার্চ) থেকে কেউ কাজে যাচ্ছেন না। ফলে যেখানে সেখানে ময়লার স্তূপ হয়ে আছে। বাসাবাড়িতেও জমে আছে ময়লা আবর্জনা। চারদিকের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে পৌরবাসীর জনজীবন।

পরিচ্ছন্নতাকর্মীদের দাবি, অভিযুক্তকে গ্রেফতার না করা পর্যন্ত কাজে ফিরবেন না তারা।

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার ভোরে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের বাজার ঝাড়ু দেওয়ার কাজে বাধা দেন নাছির উদ্দিন নামে এক ব্যক্তি। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। হামলায় আহত হন পরিচ্ছন্নকর্মী দেলোয়ার। এর প্রতিবাদে তাৎক্ষণিক কাজ বন্ধ রেখে পৌর ভবনে গিয়ে অবস্থান ধর্মঘট শুরু করেন পরিচ্ছন্নতাকর্মীরা।

ফলে পৌরসভার প্রধান জমদ্দার বাজারের বড় বিপণিবিতানগুলোর সামনে ময়লার স্তূপ জমে গেছে। এ থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এ কারণে দোকান বন্ধ করে রেখেছেন অনেকে। একই অবস্থা শিক্ষাপ্রতিষ্ঠানসহ শত শত বাসাবাড়ির।

ছাগলনাইয়া পৌরসভার ময়লাবাহী গাড়ির চালক মো. অহিদ বলেন, হামলাকারীর বিচার ও গ্রেফতার না হওয়া পর্যন্ত পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি চলবে।

পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি, যত্রতত্র ময়লার স্তূপ

আহত দেলোয়ার বলেন, মঙ্গলবার ভোরে বাজার পরিষ্কারে বাধা দেন বাঁশপাড়া এলাকার মাস্টার বাড়ির নাছির উদ্দিন। এ নিয়ে বাগবিতণ্ডার জেরে আমাকে মারধর করেন তিনি।

অভিযুক্ত নাছির উদ্দিনের ভাষ্য, মঙ্গলবার ভোরে কৃষি শ্রমিকের জন্য বাজারে যান তিনি। এ সময় পেছন থেকে ট্রলির ধাক্কায় তার পা কেটে দেন পরিচ্ছন্নতাকর্মীরা। এর কারণ জানতে চাইলে দেলোয়ারের নেতৃত্বে সবাই তাকে গালাগাল করে হত্যার হুমকি দেন। এ সময় দেলোয়ারকে গলা ধাক্কা দিয়ে বাড়িতে চলে যান তিনি।

উভয় পক্ষের অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন ছাগলনাইয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মশিউর রহমান।

তবে ছাগলনাইয়া পৌরসভার প্রধান নির্বাহী আবদুল হাই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তার দাবি, এটি এখন পুলিশের এখতিয়ারে।

আবদুল্লাহ আল-মামুন/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।