পরিত্যক্ত ঘরে মিললো আড়াই হাজার ভারতীয় কাপড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ১৫ মার্চ ২০২৩

ফেনীর ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (১৪ মার্চ) দিবাগত রাতে পূর্ব মধুগ্রাম থেকে এসব কাপড় উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ভারতীয় কাপড়ের দখলে সিলেটের ঈদবাজার 

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ১০টার দিকে পূর্ব মধুগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় মধুগ্রামের একটি পরিত্যক্ত বসতঘর থেকে দুই হাজার ৭৪৮টি শাড়ি, আটটি লেহেঙ্গা ও ৪৩টি টুপি উদ্ধার করা হয়। যার আনুষ্ঠানিক মূল্য দুই কোটি ৮৭ হাজার ১৬০ টাকা।

jagonews24

৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় চোরা কারবারিরা ভারত থেকে এসব কাপড় এনে ফেনী ও আশপাশের জেলায় বিক্রি করে।

আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।